July 27, 2024
আঞ্চলিক

সুনামগঞ্জে কিশোরী হত্যার দায়ে একজনের ফাঁসির রায়

দক্ষিণাঞ্চল ডেস্ক
সুনামগঞ্জের দিরাই উপজেলায় কিশোরীকে হত্যার দায়ে একজনকে ফাঁসির রায় দিয়েছে আদালত। সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার গতকাল এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ইয়াহিয়া সরদার দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আদালতে ছিলেন তিনি।
২০১৭ সালে দিরাই পৌরশহরের কিশোরী হুমায়রা আক্তার মুন্নি হত্যামামলায় আদালত এ রায় দেয়। মুন্নি পৌর শহরের মাদানী মহল্লায় হিফজুর রহমানের মেয়ে।
সুনামগঞ্জ জজ আদালতের পিপি খায়রুল কবির রুমেন মামলার নথির বরাতে জানান, মুন্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ২০১৭ সালের ১৬ ডিসেম্ভর ছুরিকাঘাত করেন ইয়াহিয়া। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনার দুই দিন পর তার মা রাহেলা বেগম ইয়াহিয়াসহ দুইজনের বিরুদ্ধে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে শুধু ইয়াহিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পিপি খায়রুল বলেন, সাক্ষ-প্রমাণ শেষে আদালত ইয়াহিয়াকে দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় দেয়। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *