সুদের হার এক অঙ্কে নামাতে কমিটি আজই: অর্থমন্ত্রী
সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার কৌশল ঠিক করতে রোববারই একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
রোববার এনইসি সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, “সুদের হার সিঙ্গেল ডিজিটে আনার জন্য আজকের মধ্যেই একজন ডেপুটি গভর্নরকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।”
কমিটিতে সরকারি ও বেসরকারি ব্যাংকের এমডি ও চেয়ারম্যানদের রাখা হবে জানিয়ে তিনি বলেন, “কীভাবে সুদের হার কমানো হবে, তার কৌশল ঠিক করে কমিটি আগামী সাত দিনের মধ্যেই গভর্নরের কাছে প্রতিবেদন জমা দিবে।”