September 21, 2024
জাতীয়

সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় আগুন, নিহত ১

 

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন পাঁচজন। গতকাল বুধবার সকালে উপজেলার বার আউলিয়া এলাকার প্রিমিয়াম ট্রেড করপোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল (২৫) নোয়াখালী জেলার সেনবাগ এলাকার শেখ আহমদের ছেলে। তার সহকর্মী মাসুদ (১৯), সোহেল (২২), আল আমীন (২৭), মামুনুল ইসলাম (২০) ও জলিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুণ পাশা জানান, জাহাজটি কাটার সময় সকাল সাড়ে ৮টার দিকে ইঞ্জিনের পাশের রুমে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, ওখানে বয়লার বা সিলিন্ডার জাতীয় কিছু একটা বিস্ফোরিত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে। আমাদের কর্মীরা যখন পৌঁছালেন তখনও আগুন জ্বলছিল। তবে আহতদের ততক্ষণে হাসপাতালের পাঠিয়ে দিয়েছিল স্থানীয়রা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত অবস্থায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে জলিলের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এস এম নুরুন নবী নামের এক ব্যক্তি প্রিমিয়াম ট্রেড করপোরেশনের মালিক। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *