April 12, 2024
জাতীয়

সিলেটে দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী-ছেলে নিহত

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

সিলেটে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সেনা সদস্যের স্ত্রী ও ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। গতকাল মঙ্গলবার দুপুরে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রাম মোড়ে  ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয় বলে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানিয়েছেন। নিহতরা হলেন সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছয় বছরের ছেলে সাজিদ মিয়া। আহতরা হলেন মাহিন ও সজিব। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ওসি জানান, বেলা ২টার দিকে বিছানাকান্দি পর্যটন স্পট থেকে জাফলং যাওয়ার পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রামে তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইলোরা ও সাজিদ। তারা ঢাকা সেনানিবাস থেকে সিলেটে বেড়াতে এসেছিলেন। আহত মিাহিন ও সজিবও একই অটোরিকশায় ছিলেন বলে ওসি জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *