October 8, 2024
জাতীয়

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় মৃত্যুদÐ

দক্ষিণাঞ্চল ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদÐ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো.নাজির এ  রায় ঘোষণা করেন। দÐিত সনাতন চন্দ্র ভৌমিক (৫৫) উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকের ছেলে। মৃত্যুদÐের পাশাপাশি সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ লাভলু বলেন, ১৯৮৭ সালে কামারখন্দ উপজেলার হরিপদের মেয়ে স্বপ্না রানী দের সঙ্গে সনাতন চন্দ্র ভৌমিকের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ধার্য এক লাখ টাকার মধ্যে ৬০ হাজার টাকা দেওয়া হয় তাকে। বাকি টাকার জন্য সনাতন বিভিন্ন সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

এক পর্যায়ে ২০০১ সালের ২ অগাস্ট রাতে যৌতুকের দাবিতে স্বপ্নাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন সনাতন। এ ঘটনায় নিহতের মা রাজু বালা দে বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সনাতন স্বপরিবারে পলাতক রয়েছেন বলে জানান হামিদ লাভলু।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *