সিরাজগঞ্জে সেনাসদস্য ও মাকে গলা কেটে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিরাজগঞ্জের উলাপাড়া উপজেলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও তার ৯৫ বছর বয়সী মা বাড়িতে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। উলাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, বুধবার রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের মহেশপুর গ্রামে তাদের হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলতাফ হোসেন মুকুল (৪৫) ও তার মা রিজিয়া বেগম (৯৫)। তবে খুনি সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।
ওসি কৌশিক আহম্মেদ বলেন, মুকুলের স্ত্রী তার সন্তানদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছেন। রাতের খাবার খেয়ে মুকুল ও তার মা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তাদের সাড়া না পেয়ে খোঁ নিতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পায়। ভেতরে মা ও ছেলের গলাকাটা লাশ দেখে তারা পুলিশে খবর দেয়। গলা ছাড়াও তাদের হাত-পা ও বুকের কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানান ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ।
মুকুলের মেয়ে উলাপাড়া এইচটি ইমাম বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রোখসানা হোসেন এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে দাবি করেছেন। তিনি বলেন, তার বাবা গ্রামে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ওই মসজিদ স্থাপনকে কেন্দ্র করে গ্রামের একটি পক্ষের সঙ্গে তাদের দ্ব›দ্ব চলছে। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে রোখসানা কারও নাম বলেননি।