সিএএ আইনকে কেন্দ্র করে মেঘালয়ে সংঘর্ষে নিহত ১, কারফিউ জারি
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে ভারতের মেঘালয় রাজ্যে স্থানীয় খাসিয়া ও বহিরাগত অভিবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন জেলায় কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
খবরে বলা হয়, শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলার ইছামতিতে খাসিয়া স্টুডেন্টস ইউনিয়ন সিএএ বিরোধী এক সমাবেশ করলে সংঘর্ষের সূচনা হয়।
সংঘর্ষের পরিপ্রেক্ষিতে শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কারফিউর পর নতুন করে শনিবার দুপুর থেকে আবার কারফিউ জারি করা হয়েছে। এছাড়া রাজ্যে ইন্টারনেট সংযোগও সাময়িকভাবে বন্ধ থাকার বিষয়ে খবরে জানানো হয়।
এর আগে ডিসেম্বরে ভারতের সংসদে বহুল আলোচিত ও সমালোচিত সংশোধিত নাগরিকত্ব আইন পাস হয়। আইনটি অনুসারে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের হিন্দু, বৌদ্ধ, পার্সি, জৈন, শিখসহ বিভিন্ন অমুসলিম অভিবাসী ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে।