সার্জিক্যাল মাস্কের দাম ৩০ টাকা বেঁধে দিলো ওষুধ প্রশাসন
দক্ষিণাঞ্চল ডেস্ক
দেশে করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বাজারে ফেস মাস্ক বেশি দামে বিক্রি হচ্ছে। এ অবস্থায় সার্জিক্যাল ফেস মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা বেঁধে দিলো ওষুধ প্রশাসন অধিদফতর। এর চেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ তথ্য জানান।
এর আগে ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত এবং মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে ওষুধ উৎপাদনকারী, মেডিক্যাল ডিভাইস উৎপাদানকারী এবং আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসে ওষুধ প্রশাসন অধিদফতর।
সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি বলেন, তিন লেয়ারের সার্জিক্যাল মাস্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশি দামে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। অপরদিকে এসব ফেস মাস্ক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলা হয়েছে, একটি ইনভয়েসে ৫০০-এর বেশি মাস্ক সরবরাহ না করতে। অন্যদিকে ৫০ এমএল প্যাকে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে এর উৎপাদানকারী প্রতিষ্ঠানগুলোকে।
মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘আমরা কঠিনভাবে এ বিষয়ে নজরদারি করবো। কেউ এর কোনও ব্যত্যয় করলেই ব্যবস্থা নেওয়া হবে।’