সাভারে নারীর বস্তাবন্দি লাশ, ধর্ষণ ও হত্যার ধারণা
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঢাকার সাভারে অজ্ঞাত পরিচয় এক নারীর হাত ও মুখ বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। গতকাল শনিবার সকালে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর জামসিং মহল্লায় ৩০/৩২ বছরের এই নারীর লাশ পাওয়া যায়।
সাভার মডেল থানার এসআই মো. আলমগীর হোসের বলেন, সকালে পথচারীরা একটি বস্তা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। রোবখাপরা ওই নারীর হাতে কালো মোজা ছিল। তার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। পুরো শরীর কাঁথা দিয়ে প্যাঁচিয়ে প্লাষ্টিকের বস্তায় ভরা ছিল।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে ধর্ষণের পর দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে লাশ গুম করার জন্য বস্তায় ভরে সেখানে ফেলে যায়। লাশটি কয়েকদিন আগের হওয়ায় পচে গলে চেহারা বিকৃত হয়ে গেছে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।