April 12, 2024
আঞ্চলিক

সাতক্ষীরা মেডিকেল কলেজে ওষুধ ক্রয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন

 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ম বর্হিভূতভাবে ওষুধ, এম.এস.আর ও স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয়ের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এডিএম আবু সাঈদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি ও সদর ইউএনওকে এই কমিটিতে রাখা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন আসার পর ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার বরাবর প্রেরণ করা হবে।

উল্লেখ্য, বিগত ১৭-১৮ অর্থ বছরে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান ১২ কোটি ৯০ লাখ টাকার ওষুধ, এম.এস,আর ও স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয় করেন। যেখানে ছাত্রছাত্রীরা পড়ালেখা করবে সেখানে ওষুধ কেনার প্রয়োজন কতটুকু তা নিয়ে ইতোমধ্যে জেলার সচেতন নাগরিকের মধ্যে মিশ্র প্রতিত্রিয়া দেখা দিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *