সাতক্ষীরায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কাশেমপুরে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ধর্ষক কলেজ ছাত্র শরিফুজ্জামান (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। আশংকাজনক অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার গভীর রাতে শহরের কাশেমপুরের একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক শরিফুজ্জামান কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে ও সাতক্ষীরা পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্র।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কাশেমপুর এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সী ওই মেয়েটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তাদের বাড়ির পাশে থাকা একটি ছাত্রাবাসে ধর্ষক শরিফুজ্জামান শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায়। এরপর সে তার রুমের ভিতর নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়ি যেয়ে তার পিতা মাতার কাছে এ ঘটনাটি বললে তারা সাতক্ষীরা সদর থানায় রাতেই একটি অভিযোগ দায়ের করেন। পরে সদর থানা পুলিশ শনিবার গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে ওই ধর্ষককে গ্রেফতার করে। তিনি আরো জানান, শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।