October 8, 2024
আঞ্চলিক

সাতক্ষীরায় মার্কেন্টাইল ব্যাংকের ১৪৮তম শাখার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় মার্কেন্টাইল ব্যাংকের ১৪৮ তম শাখার শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে শহরের শহীদ কাজল স্মরনিতে ব্যাংকের এই শাখার শুভ উদ্বোধন করা হয়। আনুষ্ঠানের প্রধান আতিথি সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ফিতাকেটে ব্যাংকের এ শাখার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী আনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ব্যাংকের উপÑব্যবস্থাপনা পরিচালক ও ডিসিবিও মো: জাকির হোসেন।

উক্ত আনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, বিশিষ্ঠ ব্যবসায়ী ডা: আলহাজ্ব আবুল কালাম বাবলা, ব্যাংকের শাখা ব্যব¯থাপক শাহান শাহ আলম প্রমুখ। স্বাাগত বক্তব্যে উপÑব্যবস্থাপনা পরিচালক মার্কেন্টাইল ব্যাংকের আধুনিক ব্যাংকিং কার্যক্রম তুলে ধরেন। তিনি আরও বলেন, এই ব্যাংকে ১১ লাখ গ্রাহক সেবা গ্রহণ করছে । ২৪ ঘন্টা এটিএম সার্র্ভিস ছাড়াও অচিরেই এজেন্ট ব্যাংকিং ও ইসলামি ব্যাংকিং চালু হতে যাচ্ছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *