April 12, 2024
আঞ্চলিক

সাতক্ষীরায় ভ্যানের ব্যাটারি বিস্ফোরণে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

সাতক্ষীরা প্রতিনিধি

ভ্যানের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি গ্রামের শেখ আলাউদ্দীনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, শ্রীধরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলাউদ্দীনের বাড়ির প্রাচীরের মধ্যে মটরচালিত ভ্যান চার্জ দেন আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুলের ভ্যান চালক শেখ শাহাজান হোসেন। মধ্য রাতে চার্জে দেওয়া ভ্যানের ব্যাটারি বিস্ফোরিত হয়ে শেখ আলাউদ্দীনের গোলা ভর্তি ধান, কাঠঘর, মেশিনঘর, পৃথক ৩টি ধানের গোলাসহ গৃহস্থলির প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক দল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *