April 12, 2024
আঞ্চলিক

সাতক্ষীরায় ইন্টারনেটের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ র্শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ইন্টারনেটের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ র্শীষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা অগ্রগতির আয়োজনে বুধবার সকালে শহরের অদূরে ত্রিশমাইল পিটিআরসি ভবনে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, প্রোগাম অফিসার শফিউল হক শফি ও কো-অডিনেটর দেবব্রæত অধিকারি প্রমুখ।
বক্তারা বলেন, পাঠ্যপুস্তকে ইন্টারনেটের ব্যাবহার কুফল ও সুফল যদি চলে আসে তাহলে এগুলো হ্রাস করা যায়। বক্তারা আরো বলেন, ২০১৮ সালে সাতক্ষীরায় ৪৪ টি ধর্ষনের ঘটনা ঘটেছে। ৪টি ঘটেছে শিক্ষক কতৃক ও ৪টি ধর্ষনের পর হত্যা করা হয়েছে। শুধূ ধর্ষন করে ক্ষ্যান্ত হয়নি ধর্ষনের ভিডিও মোবাইলে ধারন করে বøাকমেইলিং করা হয়েছে। এর মধ্যে শুন্য থেকে ৬ বছরের শিশু পর্যন্তও ধর্ষনের শিকার হয়েছে।##

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *