সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার কুশখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ফোন। আটক মাদক ব্যবসায়ীর নাম মমিনুর রহমান মামুন (২৫)। সে সদর উপজেলার উত্তর কুশখালী গ্রামের আনারুল গাজীর ছেলে।
বিজিবির জানায়, সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপি’র হাবিলদার সাঈদ সরদারের নেতৃত্বে¡¡ বিজিবির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১২ ও সাব পিলার ২ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর কুশখালী নামক স্থানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোবাইল ফোনসহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বিজিবি আরো জানায়, জব্দকৃত গাঁজা ও মোবাইল ফোনের মূল্য ৪১ হাজার ২০০ টাকা।
সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।