April 23, 2024
আন্তর্জাতিক

সাইবেরিয়ায় সোনার খনির বাঁধ ধসে নিহত ১৫

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি সোনার খনিতে বাঁধ ধসে অন্তত ১৫ জন নিহত ও বহু নিখোঁজ রয়েছেন। শনিবার ভারী বৃষ্টির পর সাইবেরিয়ার ক্রাসনাইয়ার্স্কের সেইবা নদীর বাঁধ ধসে পড়ার পর খনি শ্রমিকদের থাকার ঘরগুলো তলিয়ে যায়, জানিয়েছে বিবিসি।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ১৪ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর। বাঁধ ভেঙে নেমে আসা পানিতে বেশ কয়েকটি ছোট কাঠের ঘর ভেসে যায়, এগুলোতে শ্রমিকরা বাস করতো এমন ধারণা করা হচ্ছে বলে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে।

বাঁধটি ক্রাসনাইয়ার্স্ক শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে প্রত্যন্ত একটি এলাকায় অবস্থিত। এই এলাকাটি রাশিয়ার রাজধানী মস্কো থেকে পূর্ব দিকে চার হাজার কিলোমিটার দূরে। নিখোঁজদের খোঁজে জরুরি বিভাগের বহু কর্মী তল­াশি অভিযানে অংশ নিচ্ছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজেও সহযোগিতা করছেন তারা।

বাঁধটি ধসে যাওয়ার পর সেইবা নদীর পানি বেড়ে ওই এলাকায় বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় কুরাগিনো গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ওই বাঁধের ক্ষেত্রে সুরক্ষা বিধি মানা হয়নি, এমন অভিযোগের ভিত্তিতে একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *