সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ১৫ম শাহাদাৎ বার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সাবেক সভাপতি, খুলনা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ১৫ম শাহাদাৎবার্ষিকী আজ ১১ ফেব্রæয়ারি মঙ্গলবার। এ উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাব ও এমইউজে খুলনা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, কুরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। জোহরবাদ রায়েরমহলস্থ পারিবারিক কবরস্থানে শহীদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ও বুধবার জোহরবাদ ইউছুফিয়া জামে মসজিদে দোয়া মাহফিল। অপরদিকে খুলনা প্রেসক্লাব সকাল ১০টা ৪৫ মিনিটে প্রেসক্লাবের সাংবাদিক স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও বেলা ১১টায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করেছে।
উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলাল উদ্দীন ২০০৫ সালের ৫ ফেব্রæয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শক্তিশালী বোমাা হামলায় গুরুতর আহত হন। পরবর্তীতে ১১ ফেব্রæয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন।