সাংবাদিক নাদিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দ. প্রতিবেদক
দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন এর স্টাফ রিপোর্টার ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য মো. নাদিম উল আলম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় আজ মঙ্গলবার বাদ মাগরিব পত্রিকা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম সাহিদ হোসেন, বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) মিলন হোসেন, সিনিয়র রিপোর্টার জয়নাল ফরাজী, শশাঙ্ক স্বর্ণকার, স্পোর্টস রিপোর্টার আনওয়ার আহমেদ মুন, ফটোসাংবাদিক এস এম বাহাউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মো. শাহাদাত হোসেন, বিনয় রায় চৌধুরী, সাংবাদিক নাদিমের পিতা আতিয়ার রহমান মোল্লা, মেয়ে শমনী আক্তার-সহ কর্মরত সাংবাদিক, কম্পিউটার ও প্রেস সেকশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া পরিচালনা করেন আল হেরা জামে মসজিদের হাফেজ মো. আল আমিন।