September 15, 2024
আঞ্চলিক

সাংবাদিক জলিলের মুক্তির দাবিতে সোনালী অতীত ক্লাবের মানববন্ধন

 

খবর বিজ্ঞপ্তি

সাবেক ফুটবলার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সোনালী অতীত ক্লাবের প্রচার সম্পাদক, খুলনা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক এম এ জলিলকে গত ৭ জুলাই রবিবার সকাল ৯টার দিকে নগরীর মুসলমানপাড়াস্থ নিজ বাড়ি থেকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

তার প্রতিবাদে গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে সোনালী অতীত ক্লাব, খুলনা জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতিসহ বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাব, খুলনা সহ-সভাপতি সাবেক ফিফা রেফারি এ মনসুর আজাদ ও পরিচালনা করেন ক্লাবের যুগ্ম সম্পাদক এস এম সোহরাব হোসেন।

সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজ, সহ-সভাপতি নূরুল ইসলাম খান কালু, এস এম মনির, শেখ হেমায়েত উল্লাহ, খুলনা জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুস ছালাম ঢালী, সাধারণ সম্পাদক মিনা মামুনুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খুলনা টাউন ক্লাবের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, পরিবেশ আইনবিদ সমিতির বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, মটর মেকানিক সমিতির শেখ আইনুল হক, সচেতন নাগরিক সমাজের সভাপতি শাহ মোঃ অহিদুজ্জামান, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির দপ্তর সম্পাদক শামসুর রহমান বাবুল, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, মহেন্দ্র নাথ সেন, মোহাম্মাদ নূরুজ্জামান, হারুনার রশীদ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, সোনালী অতীত ক্লাবের আবুল হোসেন আবুল, শাহ আসিফ হোসেন রিংকু, মুজিবর রহমান ফয়েজ, মোঃ খাইবার হোসেন সমেরু, মোস্তাফিজুর রহমান পলাশ, নৃপেন রায়চৌধুরী, এস এম তারিকুল ইসলাম, আব্দুল খালেক শিকদার, মোঃ কামাল হোসেন, মনিরুজ্জামান মহসীন, আসাদুজ্জামান মুরাদ, কামাল রেজা সুজা, মোঃ সিদ্দিক, মোসাব্বির মোর্শেদ চঞ্চল, সরদার মিঠু, খায়রুল ইসলাম খান জনি, সিরাজুল ইসলাম চৌধুরী, সোলেমান খান, রাসেল আলম, শহিদুল ইসলাম, এস এম মনির, হাসান তৌফিক মাহফুজ মুন্না, মেহেদী হাসান মাসুম, মাসুম বিল্লাহ, নাফিজুর রহমান কচি, জি এম তৈয়েবুর রহমান, ইমরোজ চৌধুরী, আজমত আলী, মাসুদ রানা, সালাহ উদ্দিন, সেলিম রেজা খান, সাব্বির হাসান, রাব্বি হাসান, মোঃ তরিক প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *