January 15, 2025
আঞ্চলিক

সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করায় কেটিআরইউ’র নিন্দা

 

 

খুলনার ৯টি পাটকল শ্রমিক-কর্মচারীরা তাদের ন্যায় সঙ্গত দাবী আদায়ে আন্দোলনের খবর সংগ্রহ করার সময় কিছু কিছু শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিক টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের সাথে অশোভন আচরন, গালিগালাজ, নানা ধরনের বাজে ব্যবহার ও হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার এক বিবৃতিতে শ্রমিকদের আন্দোলনের খবর সংগ্রহের সময় সংঘটিত এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। একই সাথে আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য পাটকল শ্রমিক নেতা ও সাধারন শ্রমিকদের সতর্কতা অবলম্বনের আহবান জানানো হচ্ছে। অন্যথায় আগামীতে পাটকল শ্রমিকদের সব ধরনের খবর সংগ্রহ ও প্রচার বয়কট করাসহ টেলিভিশন সাংবাদিকরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

বিবৃতিদাতা হলেন খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মামুন রেজা ও সাধারন সম্পাদক সুনীল দাস, সহসভাপতি মলি­ক সুধাংশু ও শামছুজ্জামান শাহীন, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আরাফাত রুমী, নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, মুন্সী মাহাবুব আলম সোহাগ, রকিব উদ্দিন পান্নু, বাবুল আকতারসহ সকল সদস্যবৃন্দ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *