সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ছেলেমেয়েদের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ২৯ ফেব্রুয়ারী
তথ্য বিবরণী
খুলনা বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের ছেলেমেয়েদের ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার বিকেলে খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। আগামী ২৯ ফেব্রæয়ারি সকাল নয়টায় খুলনা জেলা স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সভায় জানানো হয় ক্রীড়া অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় ১০ জেলার জেলা দল ও বিভাগীয় সদর দল মিলে মোট ১১টি দল অংশগ্রহণ করবে। প্রতিদলে ২৭জন করে মোট ২৯৭ জন প্রতিযোগী অংশ নিবে। দৌড়, লাফ, বর্শা নিক্ষেপ, রিলেসহ বিভিন্ন খেলায় মোট ৩৩টি ইভেন্ট থাকবে।
প্রস্তুতি সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক ও ক্রীড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মুঃ বিল্লাল হোসেন খানসহ বিভিন্ন উপকমিটির আহŸায়ক উপস্থিত ছিলেন।