October 9, 2024
আঞ্চলিক

সদর ও সোনাডাঙ্গা থানা সিপিবি’র পদযাত্রা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টিÑসিপিবি’র নভেম্বর মাসব্যাপী সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির পদযাত্রার অংশ হিসেবে খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙ্গা থানার যৌথ উদ্যোগে পদযাত্রা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি সকাল ১০:৩০টায় বয়রা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মেডিকেল কলেজ হাসপাতাল, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, এম এ বারী সড়ক, বানরগাতী বাজার, বসুপাড়া, রায়পাড়া, মুসলমানপাড়া, মৌলভীপাড়া, টুটপাড়া, হাজী মহসিন রোড, সাউথ সেন্ট্রাল রোড, সামসুর রহমান রোড, প্রেস ক্লব হয়ে বিকেলে শহীদ হাদিস পার্কে এসে শেষ হয়।

পদযাত্রা চলাকালীন বিভিন্ন স্থানে পথসভায় বক্তৃতা করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সুতপা বেদজ্ঞ, নিতাই পাল, এড. নিত্যানন্দ ঢালী, রুস্তম আলী হাওলাদার, মোস্তাফিজুর রহমান রাসেল, কিংশুক রায়, ওয়াহিদুর রেজা বিপলু, ফরহাদ হোসেন মিটন, ফজলুল হক, এস এম চন্দন, এস এম বাবর আলী, মাহফুজুর রহমান মুকুল, হুমায়ুন কবির, সরকার ভূষণ চন্দ্র তরুন, অসীম আনন্দ দাস, এড, সুব্রত কুণ্ডু, অশোক বিশ্বাস, সুশীলা মহালদার, মিনু পাল, কামরুলল ইসলাম খোকন, এড. গৌরাঙ্গ সরকার, সরোজ দাস পিণ্টু, দিপক ভদ্র, যুব ইউনিয়ন নেতা তুষার বর্মণ, আফজাল হোসেন রাজু, শুকুর আলী, শেখ রাজীব, ছাত্র ইউনিয়ন নেতা রবিউল ইসলাম রবি, সৌরভ সমাদ্দার, কৃষ্ণেন্দু বাছাড়, সৌমিত্র সৌরভ, প্রিতম সরদার, শেখ জাকারিয়া, নাহিদ হাসান, সৈকত মণ্ডল, সুব্রত বিশ্বাস, সোলায়মান হক, ইমন হোসেন, ইব্রাহিম ইসলাম লিটন, আবির মণ্ডল প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *