সচেতন সমাজ কল্যাণ সংস্থা কতৃর্ক শিক্ষা উপকরণ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ঘোষড়ার সচেতন সমাজ কল্যাণ সংস্থা (রেজি নং-১৫৩৭/১৫) আয়োজিত ২০১৯ সালের এসএসসি বা সমমান পরিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। গতকাল শনিবার সকাল ৮টায় সংগঠনের স্থায়ী কার্যালয়ের সামনে এ উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম খান, কোষাধাক্ষ ইসমাইল হোসেন জীবন, সাবেক যুগ্ম সম্পাদক এস শাহিন আলম, ইউপি সদস্য মাহবুর গাজী, সাবেক ইউপি সদস্য এনামুল হক ছোট্টন, মাহবুর সরদার, কার্যনিবার্হী সদস্য মিকাউর রহমান আকাশ, শফিকুল ইসলাম সরদার, মোঃ ফারুক হোসেন, সাজু রহমান, তরুণ সমাজ সেবক গফুর গাজী, তুহিন আলম, মনিরুজ্জামান মনি, সংগঠনের সদস্য রেজওয়ান হোসেন, মফিজুর রহমান বাপ্পী, সবুজ খান, আমিনুর রহমান, মহিবুর রহমান, সোহবার মোড়ল, মুকুল সরদার, জাহাঙ্গীর সরদার, অহিদুজ্জামান দুলু, আল মামুন, জাহিদুল গাজী, মুন্না গাজী প্রমূখ।