সংসদ সদস্য বাবুকে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খুলনা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোঃ আক্তাররুজ্জামান বাবুকে বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ গতকাল সোমবার সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
নব-নির্বাচিত সংসদ সদস্য’র নগরীর কেসিসি মার্কেটস্থ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফরিদ রানা, সিনি: সহ-সভাপতি আজিজুর রহমান, ইঞ্জি: শাহরুখ-উল-ইসলাম রানা, মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শেখ আল-আমিন, সাকিল হোসেন, এনামুল হক, এসএম শাহিন আলম, মিরান শেখ, রেজওয়ান মলিক, মোঃ হাসান প্রমূখ।
শুভেচ্ছা বিনিময়কালে সংসদ আক্তারুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছে তা রক্ত বিন্দু দিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো। কয়রা-পাইকগাছা বাসীর কল্যাণে প্রয়োজনে জীবন উৎস্বর্গ করবো। তেমনি ভাবে ছাত্রলীগের সাবেক একজন নেতা হিসেবে ছাত্রলীগের অতিত এবং বর্তমানদের কর্মসংস্থানে অগ্রণী ভূমিকা রাখবো।