December 9, 2024
আঞ্চলিক

সংসদ সদস্য বাবুকে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খুলনা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোঃ আক্তাররুজ্জামান বাবুকে বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ গতকাল সোমবার সন্ধ্যায় ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
নব-নির্বাচিত সংসদ সদস্য’র নগরীর কেসিসি মার্কেটস্থ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম ফরিদ রানা, সিনি: সহ-সভাপতি আজিজুর রহমান, ইঞ্জি: শাহরুখ-উল-ইসলাম রানা, মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শেখ আল-আমিন, সাকিল হোসেন, এনামুল হক, এসএম শাহিন আলম, মিরান শেখ, রেজওয়ান মলি­ক, মোঃ হাসান প্রমূখ।
শুভেচ্ছা বিনিময়কালে সংসদ আক্তারুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে গুরুদায়িত্ব আমাকে দিয়েছে তা রক্ত বিন্দু দিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো। কয়রা-পাইকগাছা বাসীর কল্যাণে প্রয়োজনে জীবন উৎস্বর্গ করবো। তেমনি ভাবে ছাত্রলীগের সাবেক একজন নেতা হিসেবে ছাত্রলীগের অতিত এবং বর্তমানদের কর্মসংস্থানে অগ্রণী ভূমিকা রাখবো।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *