April 24, 2024
জাতীয়লেটেস্ট

সংসদে মাশরাফি

দক্ষিণাঞ্চল ডেস্ক  

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (ওয়ান ডে) অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল মঙ্গলবার বিকেলে ৫টার দিকে সংসদ কক্ষে ঢোকেন নড়াইল-২ আসনের সদস্য মাশরাফি। সংসদে তিনি আসন পেয়েছেন স্পিকারের ডান দিকে শেষ থেকে দ্বিতীয় সারিতে।  

 

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত বুধবার। বিপিএলে ব্যস্ততার কারণে মাশরাফি এদিনই প্রথম সংসদ অধিবেশনে যোগ দিলেন। বিপিএলে রংপুর রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। প্রথম কোয়ালিফায়ারে সোমবার কুমিল­া ভিক্টোরিয়ান্সের কাছে হারলেও এখনও ফাইনালে উঠার সুযোগ রয়েছে তাদের। বুধবার ঢাকা ডাইনামাইটসকে হারাতে পারলে ফাইনালে খেলবে তারা।  

 

এদিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশন কক্ষে ঢোকার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও কিশোরগঞ্জের ভৈরবের সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদ ভবনের তিনতলায় কথা বলতে দেখা যায় মাশরাফিকে।  

 

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। গত ৩ জানুয়ারি আইন প্রণেতা হিসেবে শপথ নেন তিনি।  

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *