December 9, 2024
জাতীয়

সংরক্ষিত আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দক্ষিণাঞ্চল ডেস্ক
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাছাই শেষে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এসব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
তিনি বলেন, ‘সংরক্ষিত আসনে আমরা ৪৯টি মনোনয়নপত্র বাছাই করেছি। বাছাইয়ে কোনও মনোনয়নপত্র বাতিল হয়নি। এ কারণে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্র“য়ারি কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে ১৭ ফেব্র“য়ারিই আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করবো।’ কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১১ ফেব্র“য়ারি। ১২ ফেব্র“য়ারি সকাল ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ ফেব্র“য়ারি। ভোটগ্রহণ ৪ মার্চ। তবে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটগ্রহণ করা হবে না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনের মধ্যে ২৫৮টি, জাতীয় পার্টি (জাপা) ২২টি, বিকল্পধারা দু’টি, ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ (ইনু) দু’টি, জাতীয় পার্টি (জেপি) একটি ও তরিকত ফেডারেশন একটি আসন পেয়েছে। মহাজোট মোট আসন পেয়েছে ২৮৯টি। অন্যদিকে, বিএনপি ছয়টি ও গণফোরাম দু’টি আসন পেয়েছে। এই হিসাবে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মোট ৮টি আসন। আর স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন তিন জন প্রার্থী।
দল ও জোটের সংসদ সদস্যের সংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ ৪৩টি আসন, ওয়ার্কার্স পার্টি একটি, জাতীয় পার্টি চারটি ও স্বতন্ত্র তিন প্রার্থীর জোট একটি সংরক্ষিত নারী আসন পেয়েছে। বিএনপি জোট শপথ না নেওয়ায় তাদের অংশের একটি নারী আসন শূন্য থাকছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *