শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা
দক্ষিণাঞ্চল ডেস্ক
শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট গোটাবে রাজাপাকসে বড় ভাই মাহিন্দা রাজাপাকসের হাতে প্রধানমন্ত্রিত্বের ভার তুলে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বীপরাষ্ট্রটির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হল; এবারই প্রথম দুই ভাই একইসময়ে দেশটির শীর্ষ দুই পদে অধিষ্ঠিত হলেন।
পর্যবেক্ষকরা বলছেন, শ্রীলংকায় প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদে দুই ভাইয়ের আরোহণ দেশটির রাজনীতিতে রাজাপাকসে পরিবারের শক্তিশালী পুনরুত্থানেরই ইঙ্গিত। প্রেসিডেন্ট নির্বাচনে দলের পরাজয়কে কারণ দেখিয়ে রনিল বিক্রমাসিংহ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিলে মাহিন্দার দৃশ্যপটে আসার পট প্রস্তুত হয়ে যায়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেও মাহিন্দার এ মেয়াদ থাকবে আগামী বছরের সাধারণ নির্বাচন পর্যন্ত।
বৃহস্পতিবার কলম্বোতে মাহিন্দার শপথগ্রহণ অনুষ্ঠানে দুই ভাইয়ের স্ত্রী, তাদের ছেলে ও পুত্রবধূরা উপস্থিত ছিলেন। ‘গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলংকার প্রধানমন্ত্রী হওয়ায় মাহিন্দা রাজাপাকসেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, পরে এক টুইটে বলেন গোটাবে। শ্রীলংকার ৭০ বছর বয়সী এ নবনির্বাচিত প্রেসিডেন্ট এর আগে বড় ভাইয়ের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।
২০০৫-২০১৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা মাহিন্দা এর আগেও দুই দফা প্রধানমন্ত্রী হয়েছিলেন। তামিল বিদ্রোহীদের সঙ্গে চলা ২৬ বছরের গৃহযুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংখ্যাগরিষ্ঠ সিংহলী জনগোষ্ঠীর মধ্যে রাজাপাকসে ভ্রাতৃদ্বয়ের জনপ্রিয়তা ব্যাপক।