শ্রমিক নেতা তাজুল স্মরণে টিইউসি’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
স্বৈরাচার বিরোধী আন্দোলনে সশস্ত্র হামলায় নিহত আদমজী পাটকলের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র নেতা শহীদ কমরেড তাজুল ইসলামের ৩৬তম হত্যাবার্ষিকী স্মরণে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় টিইউসি খুলনা নগর কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদ কমরেড তাজুলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও ১ মিনিট নিবরতা পালন করা হয়।
খুলনা নগর টিইউসি’র সভাপতি রঙ্গলাল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় শহীদ তাজুল স্মরণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক নেতা নিতাই পাল। বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, জেলা টিইউসি’র সভাপতি এইচ এম শাহাদাৎ, হ্যান্ডলিং ওয়ার্কার্স ইউনিয়নের (১২১২) নির্বাচিত দপ্তর সম্পাদক মোঃ সোহেল, শ্রমিকনেতা তোফাজ্জেল হোসেন, খুলনা নগর সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, খুলনা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য উত্তম রায় প্রমুখ। সভা পরিচালনা করেন খুলনা জেলা টিইউসি’র সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন।