September 18, 2024
আঞ্চলিক

শৈলকুপায় নানা আয়োজনে গণহত্যা দিবস পালিত

 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে শৈলকুপা উপজেলা প্রশাসন। শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু, মনোয়ার হোসেন মালিতা, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে প্রায় ১ লাখ মানুষকে হত্যা করা হয়। এতো বড় গণহত্যা পৃথিবীর কোন দেশে হয়নি। অনেকে সেদিনের নিষ্ঠুরতার কাহিনী স্মরণ করে আজো আঁতকে ওঠেন। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *