April 24, 2024
জাতীয়লেটেস্ট

শেয়ারবাজারে দরপতন

দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় (৮ আগস্ট) সূচকের পতন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। এছাড়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে ২ হাজার ২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

 

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ২১১টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ১ হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১১৭ কোটি ৩৩ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৪৭ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৩৮ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১১৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৪২ পয়েন্টে অবস্থান করছে।

 

সিএসইতে ২৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত আছে ৬১টির। দিন শেষে সিএসইতে ১৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *