December 9, 2024
আঞ্চলিক

‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ খুলনাবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

খবর বিজ্ঞপ্তি

খুলনায় বিভাগে তথা দক্ষিণাঞ্চলের চিকিসা সেবা মানুষের দোড়গোড়ায় পৌছিয়ে দেওয়া ও  চিকিসা ক্ষেত্রে আরও আধুনিকায়নের জন্য এবং চিকিসা গবেষণা কে আর উন্নত মানের জন্য বর্তমান সরকারের যুগান্তকারী প্রদক্ষেপ খুলনায় স্থাপনের প্রয়োজনী কার্যক্রম গ্রহণের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করায় এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নিদের্শ দেওয়ায় খুলনাবাসীর পক্ষে থেকে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ও দক্ষিণাঞ্চলের আওয়ামী রাজনীতির অভিভাবক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলালউদ্দীন এমপি, শেখ সালাহউদ্দীন জুয়েল এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, খুলনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থ্পন, কিন্তু সেটি আজ মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি জ্ঞাপন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের নির্দেশ দেওয়ায় ফলে আলোর মুখ দেখলো। এটা খুলনাবাসী তথা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *