April 20, 2024
আঞ্চলিক

শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নের কাজ চলছে : শেখ হারুন

বটিয়াঘাটা প্রতিনিধি

সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকার বার বার দরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়নের কাজ চলছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে একযোগে কাজ করতে হবে।

জলমা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হতদরিদ্র  ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা আ’লীগের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় হুইপ এবং জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনূর রশীদ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। গতকাল বুধবার বেলা ১১টায় স্থানীয় জলমা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলমা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র সরকার।

জেলা সৈনিক লীগের সভাপতি এস এম ফরিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বাচ্চু, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামান, জেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নবকুমার চক্রবর্তী, জেলা আ’লীগের সাবেক ত্রান ও সমাজকল্যান সম্পাদক এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অবঃ সচিব ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় উপদেষ্টা ড. প্রশান্ত কুমার রায়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা শোভা রানী হালদার, জামিল খান, পাপিয়া সারোয়ার, মাহাফুজুর রহমান সোহাগ, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্লা বাবু জলমা আ’লীগের সাবেক সভাপতি রণজিৎ মল্লিক, আ’লীগ নেতা গোবিন্দ মল্লিক, রাজকুমার রায়, দিপাল মল্লিক, বীরমুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, রুহুল আমীন হাওলাদার, আনোয়ার হোসেন, দীপ পান্ডে, শ্যামলী মন্ডল, পিচ্চি নাজমুল, অম¦রীশ, আ’লীগ নেতা হরিচাঁদ মহালদার, মনোরঞ্জন হালদার, অমর মল্লিক, সঞ্জিত মন্ডল, শিশির দত্ত, পরিতোষ মজুমদার, সাবেক মেম্বর নীলাবতী মিস্ত্রী, ফারুক হাওলাদার, বিকাশ হালদার, ফাল্গুনী গোলদার প্রমূখ। এছাড়া বিকাল ৪টায় উপজেলার ভান্ডাকোট, বালিয়াডাঙ্গা ও আমিরপুর ইউনিয়ন আ’লীগের উদ্দ্যোগে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *