শেখ হাসিনার কারাবন্দি দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারান্তীন দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে গতকাল সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।
মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামিম এর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, বেগ লিয়াকত আলী, এ্যাড রজব আলী, এম ডি এ বাবুল রানা, মোঃ শরফুদ্দীন বিশ্বাস বাচ্চু, শেখ মোঃ ফারুখ আহমেদ, কামরুজ্জামান জামাল, অধ্যাপক আলমগীর কবির, শ্যামল সিংহ রায়, মুন্সি মাহাবুব আলম সোহাগ, এ্যাড ফরিদ আহমেদ, জেড এ মাহমুদ ডন, এ্যাড অলোকা নন্দ দাশ, এ্যাড খন্দকার মুজিবর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, মফিদুল ইসলাম টুটুল, শামসুজ্জামান মিয়া স্বপন, এ্যাড মোঃ সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, অসিত বরণ বিশ্বাস, এ্যাড আনিছুর রহমান পপলু, শেখ মোঃ আবু হানিফ, রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, আসাদুজ্জামান রাসেল প্রমুখ।