শিল্প ও বাণিজ্যসহ ৮টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
দক্ষিণাঞ্চল ডেস্ক
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনে অর্থ, শিল্প, বাণিজ্য, খাদ্য, কৃষি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত আরো ৮টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে আজ সংসদ অধিবেশনে কন্ঠভোটে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব পাস হয়। এরআগে কার্যপ্রণালী বিধি অনুযায়ী চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটির সভাপতি ও সদস্যদের নাম প্রস্তাব করেন।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এ এইচ এম মাহমুদ আলী, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন তোফায়েল আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন শেখ ফজলুল করিম সেলিম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ নাসিম, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মতিয়া চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কর্নেল (অব) ফারুক খান এবং স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।