শিরোমণি ভেনাস ইন্ডাষ্ট্রিয়াল প্রোডাক্টস্ ধোঁয়ায় বাজার সয়লাব, পরিবেশ দূষণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন শিরোমণি প্রাণকেন্দ্র শহীদ মিনারের উত্তর পাশ্বে মেসার্স ভেনাস ইন্ডাষ্ট্রিয়াল প্রোডাক্টস্ প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত লোহা গালিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরী করে। লোহা গালানোর সময় বিষাক্ত সিসা যুক্ত ধোয়ায় পুরা শিরোমণি বাজার এলাকায় গন্ধ ছড়িয়ে পড়ে। এতে করে হার্ট, শ্বাসকষ্ট জনিত মানুষের চলাফেরা দুষ্কর হয়ে পড়েছে। পুরা এলাকা জুড়ে দুষিত হয়ে পড়েছে, শুধু তাই নয় স্কুল কলেজে যাওয়া শিক্ষার্থীরা মুখে রুমাল দিয়ে চলাফেরা করে।
এ ব্যাপারে ভেনাস ইন্ডাষ্ট্রিয়ালের মালিক দিপক কুমারের সাথে ৩ মাস পূর্বে কথা বললে তিনি বলেন ‘এটা লোহা গালানোর (ঢালাই) কোম্পানী , আর লোহা গালালেতো ধোয়া বাহির হবেই’ তবে চোঙ উচু করে তার মাথায় ফিল্টার লাগালে ধোয়াটা উপরে উঠে যাবে এবং পরিবেশ দূষণ হবেনা। এক মাসের ভিতর চোঙটি উচু এবং ফিল্টার লাগানোর কথা বললেও অদ্যবধি এর কোন পদক্ষেপ নেইনি। এব্যপারে এলাকাবাসী প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।