শিরোমণিতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র গুরুতর আহত
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা-যশোর মহাসড়কের শিরোমণিতে গতকাল রবিবার সকালে বেপরোয়া সিএনজির ধাক্কায় খুলনা পলিটেকনিক কলেজের ছাত্র মোঃ সম্রাট (১৮) গুরতর আহত হয়েছে। স্থানীয় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিরোমণি জাহিদ মাষ্টারের বাড়ীর ভাড়াটিয়া আজিজুর রহমানের পুত্র খুলনা সরকারি পলিটেকনিক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ স¤্রাট প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় কলেজে যাওয়ার উদ্দেশ্যে শিরোমণি রাস্তার পাশে দাড়িয়ে ছিলো। এ সময় বাদামতলাগামী দ্রæতগতির বেপরোয়া একটি সিএনজি তাকে উল্টা দিকে এসে ধাক্কা দেয়। গুরুতর আহত সম্রাটকে স্থানীয় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ সিএনজি এবং গাড়ী চালক দামোদও গ্রামের দেলোয়ার মোল্যার পুত্র মুহাসিন মোল্যা (৩০) কে আটক করেছে।