শিরোমণিতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
খানজাহান আলী থানা প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ সংলগ্নে সামাজিক সংগঠন সিফারের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জয়নাল আবদিন, আব্দুর রব, এনামুল হোসেন ও জাফর ইকবাল। মো. জুবায়ের ইসলাম ও মারুফার সঞ্চালনায় বক্তৃতা করেন হাসিবুর রহমান, সাইফ সুমন, সুমাইয়া, আকলিমা, সারমিন, নাইম প্রমুখ।