September 13, 2024
আঞ্চলিক

শিক্ষা সফরে চীনে যাচ্ছেন কলারোয়ার শিক্ষা অফিসার

 

 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোজাফ্ফার উদ্দীন ৩০জুন শিক্ষা সফরের জন্য চীন দেশে যাচ্ছেন। তিনি গত ২০১৫/ ২০১৮ সালে বাগেরহাটে জেলা পর্যায়ে দুই দুই বার শ্রেষ্ঠ  উপজেলা শিক্ষা অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে কলারোয়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে কর্মরত আছেন। শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হওয়ার গৌরর অর্জন করার তিনি বাংলাদেশ সরকারের প্রাথমিক ও পণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চীন দেশে শিক্ষা সফরের জন্য মনোনীত হয়েছেন।

আগামী ৩০ জুন তিনি কলারোয়া থেকে চীনে রওনা দেবেন। তিনি সেখানে এক সপ্তাহের জন্য আধুনিক স্কুল পরিচালনার অনুশীলন সম্পর্কে এক প্রশিক্ষনে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি চীন দেশের বিভিন্ন স্কুলের শিক্ষা কার্যক্রম ও স্কুল ঘুরে দেখবেন। এদিকে কলারোয়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোজাফ্ফার উদ্দীন চীন দেশে শিক্ষা সফরে মনোনিত হওয়ায় উপজেলার সকল প্রাথমিক শিক্ষকবৃন্দ অভিনন্দন জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *