শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের খবর গুজব : শিক্ষা মন্ত্রণালয়
দক্ষিণাঞ্চল ডেস্ক
করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে এখনও শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি।
গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় আইইডিসিআর-এর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে বলে একটি মহল গুজব ছড়াচ্ছে। এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হল।