December 9, 2024
আঞ্চলিক

শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

গতকাল বুধবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের পুর্বতন কমিটি ও নতুন কমিটি এর এক যৌথ সভার মাধ্যমে দায়িত্বভার অর্পণ ও গ্রহণ সম্পন্ন হয়েছে। নবগঠিত কমিটি পরপরই ক্যাম্পাসের শহীদ মিনার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং দুর্বার বাংলা ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে তাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং সকল ক্ষেত্রেই সংশ্লিষ্টের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করেন। এছাড়াও নবনির্বাচিত কমিটি কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। শিক্ষক সমিতি তাদের বিভিন্ন দাবী দাওয়ার বিষয়ে উল্লেখ না করেও তাদের সমস্যাগুলি সুষ্ঠু সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন।

এ আলোচনা অনুষ্ঠানটি সৌহার্দপূর্ণ ভাবে শেষ হয়। এসময়ে সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেন, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সহ-সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, কোষাধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক ড. মোঃ আশরাফুল আলম, সাংস্কৃতিক সম্পাদক আবু-হেনা মোস্তফা কামাল, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক প্রতীক চন্দ্র বিশ্বাস এবং সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, প্রফেসর ড. এম এম তওহিদ হোসেন, প্রফেসর ড. কাজী এ বি এম মহিউদ্দিন, প্রফেসর ড. শেখ মোহাম্মদ মাসুদুল আহসান, ড. মোঃ ইলিয়াস উদ্দিন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *