October 23, 2024
জাতীয়

শিকারী চক্রের কবল থেকে ফাঁদসহ জবাইকৃত চিত্রা হরিণ উদ্ধার

মোংলা প্রতিনিধি
শিকারী চক্রের কবল থেকে ফাঁদসহ জবাইকৃত একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের কাগাবগি খাল এলাকায় অভিযান চালিয়ে ফাঁদসহ এ হরিণটি উদ্ধার করা হয়। এ সময় বনরক্ষীদের ধাওয়ায় পালিয়ে যাওয়া চোরা শিকারী চক্রের ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে।
বনবিভাগ জানায়, বনে মাছ ধরার পাস নিয়ে সংঘবদ্ধ হরিণ শিকারী চক্র রাতে বনের গহীনে প্রবেশ করে। এ সময় ওই এলাকায় টহলরত বনপ্রহরীরা তাদের ধাওয়া করলে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল­াশি চালিয়ে ১টি মৃত হরিণ, ২শ হাত লম্বা নাইলন সুতার ফাঁদ ও ১টি নৌকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখলাছ হাওলাদার (৩৫), ইলিয়াছ হাওলাদার (৩২) ও ইয়াছিন হাওলাদার (৩০) নামের তিন জনের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ক্যাম্প ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন জব্দকৃত নৌকা থেকে বনবিভাগ অনুমোদিত সুন্দরবনে মাছ ধরার পাস পাওয়া গেছে। আর এ পাস দেখেই তারা চোরা শিকারীদের সনাক্ত করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *