October 12, 2024
জাতীয়

শাহ আমানতে ১৯ লাখ টাকার সিগারেট জব্দ

দক্ষিণাঞ্চল ডেস্ক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ যাত্রীর ব্যাগেজ থেকে ৯৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন ২ হাজার টাকা করে এসব সিগারেটের বাজার মূল্য প্রায় ১৮ লাখ ৯০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে সিগারেটগুলো জব্দ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই ও শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ও এয়ার এরাবিয়ার জি৯-৫২৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসা ৫ যাত্রীর ব্যাগেজ থেকে ৯৪৫ কার্টন ইজি লাইট, থ্রিজিরোথ্রি ও মন্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

এর মধ্যে ফেনীর ছাগলনাইয়ার মো. হানিফের কাছ থেকে ৩০ কার্টন, চট্টগ্রামের ফটিকছড়ির মো. আলতাফের কাছে ২৭০ কার্টন, হাটহাজারীর মো. জামাল পাশার কাছে ২৬০ কার্টন, একই এলাকার মো. মোরশেদুল আলমের কাছে ২৬৫ কার্টন এবং পটিয়ার মো. লোকমানের কাছে ১২০ কার্টন সিগারেট পাওয়া যায়। এসব সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *