October 30, 2024
জাতীয়

শাহজালালে ৯২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ। আটক ব্যক্তির নাম ফারুক হোসেন। গতকাল রবিবার অভিযুক্তকে জব্দকৃত ইয়াবাসহ মামলা দিয়ে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে,  শনিবার সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে বিমানবন্দরের  ১ নম্বর আগমনী টার্মিনালের সামনে ফারুক হোসেন নামের এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তীতে তার দেহ তল­াশি করা হলে প্যান্টের পকেটে কালো রঙ এর স্কচটেপ প্যাঁচানো প্যাকেট পাওয়া যায়। সেই প্যাকেটের মধ্যে গোলাপী রঙয়ের  ৯১২ পিস এবং সবুজ রঙয়ের  ৮ পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত ইয়াবাসহ  মামলা দায়ের করে ফারুক হোসেনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, আটক ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে  বিমানবন্দর থানায় হস্তান্তর করা  হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *