শাহজালালে স্বর্ণসহ প্লেনের পরিচ্ছন্নতাকর্মী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ পিস স্বর্ণের বারসহ আবু সালেহ মুসা নামে প্লেনের এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ওই পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়।
কাস্টমস হাউস জানায়, চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা হ্যাংগার গেইটসহ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করছিলেন। একপর্যায়ে মঙ্গলবার ভোর ৫টায় আবু সালেহ মুসা নামে প্লেনের এক পরিচ্ছন্নতাকর্মী হ্যাংগার গেইট দিয়ে বের হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার মোট ওজন এক কেজি ছয়শ ২৪ গ্রাম ও আনুমানিক বাজারমূল্য প্রায় ৮২ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলায়মান হোসেন বলেন, আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দসহ স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।