April 26, 2024
আন্তর্জাতিক

লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ৫০০ উদ্ধার

দক্ষিণাঞ্চল ডেস্ক
ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে ভূ-মধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই অভিবাসী। লিবিয়া উপকূলে গত তিন দিন ধরে চলা উদ্ধার অভিযানে বাংলাদেশিসহ পাঁচশ’ জনকে উদ্ধার করা হয়েছে।
ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়া উপকূলে কোস্টগার্ডের এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৭৩ জন আফ্রিকা, সিরিয়া ও বাংলাদেশের নাগরিক। চারটি ভিন্ন অভিযানে তাঁদের উদ্ধার করা হয়েছে। রবিবার দুইজনের মৃতদেহ পাওয়া যায় ভাসমান একটি নৌকায়। এরপর অভিযান চালিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৪০ জনকে উদ্ধার করা হয়।
লিবিয়ার নৌবাহিনীর অনুরোধে দু’টি মার্চেন্ট জাহাজ এই উদ্ধার অভিযানে অংশ নেয়। প্রথম দফায় উদ্ধার হওয়া ১৪০ জনের মধ্যে ২৫ জন নারী এবং দু’জন শিশু। ইটালির সরকার জানিয়েছে, তারা লিবীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে উদ্ধার অভিযানে কোনো সহায়তা লাগলে তারা সাহায্য করতে পারে। রোমে মন্ত্রীদের কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সমুদ্র কিছুদিন অশান্ত থাকার পর গত তিন-চারদিন বেশ শান্ত ছিল।
আর সেই সুযোগটি নিয়েছে এই অভিবাসন প্রত্যাশীরা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সা¤প্রতিক সময়ে পানিতে ডুবে অন্তত ১৭০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে। বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশীর লক্ষ্য থাকে লিবীয় উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরের দেশ ইটালিতে পৌঁছানো। প্রতি বছর লাখো অভিবাসনপ্রত্যাশী এই পথেই ইটালিতে প্রবেশ করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *