লাখো কন্ঠে আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাই মাহফিল
খবর বিজ্ঞপ্তি
তিনদিনের বিশাল আয়োজন ও লাখো লাখো মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক চরমোনাই ফাল্গুনের মাহফিল শেষ হয়েছে গতকাল শনিবার। মুসল্লিদের অশ্রæমাখা মুনাজাত ও আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে সকাল ৮টা ৫০ মিনিটে শেষ হয় এ বছরের চরমোনাই মাহফিল। ফজরের নামাজের পর শেষ বয়ানের পর আখেরি মুনাজাত পরিচালনা করেন আমীরুল মুজাহিদীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
মুফতী রেজাউল করীম গতকাল আখেরি বয়ানের শুরুতেই আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং চরমোনাই মাহফিল ময়দানে ইন্তেকালে করা মুসল্লিদের জন্য দোয়া করেন। এরপর চরমোনাই তরিকার নিয়ম অনুসারে প্রায় ঘন্টাখানেক বয়ান করে তিনিই আখেরী মুনাজাত মুনাজাত পরিচালনা করেন।
আখেরী মুনাজাতে চরমোনাই পীর বাংলাদেশে শান্তির জন্য দোয়া করেন। দোয়া করেন বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্য, বিশেষ করে ভারত, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত-নিপিড়িত মুসলমানদের জন্য বিশেষ ভাবে দোয়া করেন।
দেশের দুর-দূরন্ত থেকে আগত লাখো সংখ্যার ইসলামী ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশগ্রহণে এ বছর এই ঐতিহাসিক এ মাহফিল গত ২৬ তারিখ জোহরের পর থেকে শুরু হয়ে গতকাল মুনাজাতের মাধ্যমে শেষ হয়। মাহফিলে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ছাড়াও মালয়েশিয়া, চীনসহ বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরাম এবং মুসল্লিরা অংশগ্রহণ করেন।