September 18, 2024
আঞ্চলিক

লতা ইউনিয়নপরিষদের উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আহবান

 

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা উপজেলা লতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বার বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান স¤প্রতি প্রয়াত দিবাকর বিশ্বাসের সহধর্মীনি এবং বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী দেবী রানী বিশ্বাসকে বিজয়ী করার জন্য দলীয় নেতা কর্মী সহ সর্বস্তরের জনগনের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

বিবৃতি দানকারী নেতৃবৃন্দ হচ্ছেন, খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা শেখ হারুনুর রশীদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব মোঃ রশিদুজ্জামান মোড়ল।

নেতৃবৃন্দ আরো বলেন, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারনে লতা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা চিত্তরঞ্জন মন্ডল সাময়িক বহিস্কার হয়েছিলেন। এবারও তিনি আগামী ২৮ ফেব্র“য়ারী অনুষ্ঠিতব্য উপনির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী দেবী রানী বিশ্বাসের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। নৌকার বিজয়কে নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে নির্বাচনে কোন ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে দলের পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *