September 14, 2024
জাতীয়লেটেস্ট

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত

দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। রবিবার দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোপ হাসপাতাল ফর ইউমেন পরিদর্শন করেন তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে মাইসিলি রিনি এডিলমেন, মারসা মাইকেলসহ জাতিসংঘ শরণার্থী সংস্থার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি ৫ নম্বর ক্যাম্পের গণস্বাস্থ্য হাসপাতাল, খাদ্য সহায়তা কেন্দ্র পরিদর্শন শেষে সেখানে ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে, শনিবার মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার কক্সবাজারে আসেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *