রেন্টাল ও কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট দুর্নীতিকে পুষতে যেয়ে বিদ্যুৎ মূল্যবৃদ্ধি : নগর বিএনপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির নেতারা বলেছেন, বারবার দাম বাড়ানোয় সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই নিয়ে ৯ বার বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধি। রেন্টাল ও কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট বিদ্যুৎ দুর্নীতিকে পুষতে যেয়ে এই মূল্যবৃদ্ধি।
গতকাল শুক্রবার নগর বিএনপির এক বিবৃতিতে নেতারা আরো বলেন, এই সরকার সাধারণ মানুষের কথা বিবেচনা না করে দাম বাড়ানো হয়েছে। শিল্প কারখানার পাশাপাশি সেচ বিদ্যুতের দাম বাড়ায় কৃষিতেও নেতিবাচক প্রভাব পড়বে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার সব খরচ বেড়ে যাবে। মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে। বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধিসহ গণবিরোধী সব সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।