October 8, 2024
আঞ্চলিক

রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

রামপাল প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রামপালে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা প্রযন্ত রামপাল উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন ১ জন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। এরপর ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন ২ জন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নূরুল হক লিপন ও মেহেদী হাসান মিন্টু।

পরপরই মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন ২জন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক অধ্যাপিকা মোসাঃ ছায়রা বেগম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি, সাবেক অধ্যক্ষ মোতাহার হোসেন, সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান, অধ্যক্ষ সাইদুর রহমান, শেখ আব্দুল মান্নান, সিরাজুল আজম দারা, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বকতিয়ার, মোঃ রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, মনির হোসেন প্রিন্স, এ্যাডঃ চয়ন মন্ডল, মোঃ হাফিজুর রহমান, শেখ আঃ সালাম, শেখ শরিফুল ইসলামসহ নেতাকর্মীরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *